দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে গাজীপুর ৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে গাজীপুর ৩ আসনের স্থানীয় আওয়ামী লীগের কর্মীবৃন্দ।
২৮ তারিখ বৃহস্পতিবার সারা দিনব্যাপী পথসভা করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গাজীপুর ৩ আসন থেকে নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি। নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় সকাল আনুমানিক এগারোটা থেকে নির্বাচনী প্রচারণা ও পথসভা শুরু করেন। এই সময় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পথসভায় বক্তৃতা প্রদান করেন অধ্যাপিকা রুমানা আলী টুসি। গারাড়ন, সাতখামাইর, চরবাহার, দরগারচালা, সোনাকর, সহ বরমী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন। এ সময় স্থানীয় লোকজনের কাছে নৌকার পক্ষে ভোট চান এবং স্থানীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অধ্যাপিকা রুমানা আলী টুসির হাত কে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
এ পথসভায় বরমী ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন কেন্দ্র কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং সদস্য বৃন্দ সকলেই উপস্থিত ছিলেন। বিশেষ করে ৭ নং ওয়ার্ড গিলাশ্বর কেন্দ্র কমিটির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান শাওন এর নেতৃত্বে ৭ নং ওয়ার্ড গিলাশ্বর কেন্দ্র কমিটির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহিদ হাসান, যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন, সম্মানিত সদস্য দেলোয়ার হোসেন রিফাত, রেজাউল, অন্তর, আদনান হাসান ওয়ালিদ, বিল্লাল, রাজু, রাসেল, বিল্লাহ হোসেন, খোকন, শিমুল, তুহিন শেখ, দুর্জয, সহ আরো স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় সকলেই ৭ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট এবং দোয়া কামনা করেন।