তাহিরপুরে বসত ঘর নির্মানের জেড় ধরে সংঘর্ষে নিহত ১,আহত হয়েছে ২।বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও মজিদ মিয়া জানান, শ্রীপুর গ্রামের তাহের আলী দুই তরফে ৬ ছেলে রেখে ১৫ বছর পূর্বে মারা যান। মারা যাওয়ার পর থেকেই পুত্রসন্তানরা প্রায়ই জায়গা জমিন নিয়ে ঝগড়া বিবাদ করে আসছে। প্রথম তরফের পুত্র সন্তানরা হলো নুরুল আমিন,শাহজাহান,নুরুল হক ও শাহ আলম। দ্বিতীয় তরফের পুত্র সন্তানরা হলো, শাহজামাল ও শাহপরান। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় তরফের সন্তান শাহজামাল বসতঘর নির্মাণের প্রস্তুতি নিলে প্রথম তরফের সন্তান শাহজাহান,নরুল হক ও শাহ আলম বাঁধা দেন। এ সময় তাদের বড় ভাই নুরুল আমিন তাদের বলেন, আমরা ঘর বাঁধলে তারা কোন বাঁধা দেয় না তাহলে তুরা কেন বাঁধা দেস। নুরুল আমিন এ কথা বলায় তার আপন ভাই শাহজাহান,নরুুল হক ও শাহ আলম তাকে মরধর করলে ঘটনাস্থলেই নুরুল আমিন মারা যান। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি মারামারির ঘটনাস্থলে যাচ্ছি।
৩৯ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬০ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে