হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নুরানী বিভাগের ৩য় শ্রেণীতে পড়–য়া ছাত্রী ফারিহা জান্নাত (৯) কে অপহরণের পর মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে মুফতি আলী আহমদের কক্ষে তারই ছেলে ইরফান জোরপূর্বক ধর্ষণ করে গলাটিপে হত্যার পর লাশ মাদ্রাসার ল্যাট্রিনের পেছনের নর্দমায় ফেলে দেয়। কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক টিম গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইরফানকে আটকের পর জিজ্ঞাসাবাদে খুনের সত্যতা স্বীকার করে লাশ দেখিয়ে দেয় এবং লুকিয়ে রাখা ফারিহার কাপড়-চোপড় উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকান্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষক ও খুনীর পিতা মুফতি আলী আহমদসহ তাদের অনুসারী বিশিষ্ট মৌলানাদের বক্তব্য ও প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকার সুশীল সমাজ, হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ প্রাক্তন ছাত্র পরিষদ নেতৃবৃন্দসহ জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃাষ্টি হয়। ক্ষুদ্ধ লোকজন বলেন সমাজের সম্মানিত আলেম-ওলামাদের নিকট হতে নৃশংস ও ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য নিয়ে আমরা চরম ক্ষুদ্ধ। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিতে যাচ্ছে তার অপেক্ষায় রয়েছি। মুফতি আলী আহমদকে এই স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অপসারণ করা না হলে আমরা আন্দোলনের কর্মসুচী ঘোষণা করব।
৩০জুলাই রাতে হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ প্রাক্তন ছাত্র পরিষদ নেতৃবৃন্দ জানান, মুফতি নামধারী মৌলানা আলী আহমদ অযোগ্য সত্বেও স্বজনপ্রীতির মাধ্যমে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করে। তাঁহার দায়িত্ব পালনকালীন ২০২১ সালে তাঁরই এই গুণধর ছেলে একজন মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করেছিল। বাবা মুফতি আলী আহমদ দায়িত্বে থাকায় বিষয়টি কৌশলে ধামাচাপা দেন। এছাড়া তারই বড় ছেলে নোমান ইয়াবা কারবার চালানোর পাশাপাশি ইয়াবা সেবন করে। তিনি এত বড় আলেম হলেও তাঁরই গুণধর ছেলেদের সামলাতে পারেনি। মাদ্রাসা বন্ধকালীন তাঁরই কক্ষের চাবি তার ছেলের হাতে কিভাবে গেল তা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। হয়রত আবুল মঞ্জুর (রাঃ) দের হাতে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বলাৎকার, ধর্ষণ ও খুনের ঘটনায় আজ সারা বাংলাদেশের কওমী মাদ্রাসা সমুহ তীব্র সমালোচনার সম্মুখীন। আমরা অত্র মাদ্রাসার মজলিশে শুরা কমিটির সদস্যদের প্রতি দাবী জানাচ্ছি, কওমী মাদ্রাসার সৃষ্ট এই দূর্নাম আমাদের শত শত বছরের কওমী ঐতিহ্যকে সমালোচনা ও প্রশ্নের সম্মুখীন করেছে। অবিলম্বে উক্ত মাদ্রাসা হতে মুফতি আলী আহমদকে বহিস্কার করা না হলে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে আন্দোলন কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হব। ###
২ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৫ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
৪৫ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৮ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮৪ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
১০২ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে