ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের

সেন্টমার্টিনে হাসপাতাল থাকলেও ডাক্তার নেই!

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে অতি প্রিয় এই প্রবালদ্বীপ। কিন্তু এখানকার জনসাধারণ এবং পর্যটকরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্বীপে একটি হাসপাতালের থাকলেও নিয়মিত ডাক্তার না থাকায় তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না। নামে মাত্র ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। সুন্দর অবকাঠামের উপর যা কেবল দাঁড়িয়েই আছে। ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য ৩তলা ভবনটি নির্মাণ করা হয় বিএনপি জোট সরকারের আমলে। সেই থেকে কারণে-অকারণে হাসপাতালটি নিজস্ব গতিতে এখনো যাত্রা করতে পারেনি। অবকাঠামোসহ সবকিছু সুবিধা থাকার পরও ডাক্তার না থাকায় দ্বীপের মানুষ যুগ যুগ ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে দ্বীপের চেয়ারম্যান বিভিন্ন সময়ে জেলা-উপজেলা পর্যায়ে অনুষ্টিত সভায় হাসপাতাল সংক্রান্তে কথা বলেও কোন ধরণের সুরাহা হয়নি। চেয়ারম্যান নিজেই বহুবার সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করার পরও কাজের কাজ কিছুই হয়নি।

খোঁজ নিয়ে জানাগেছে,হাসপাতালটিতে একজন এমবিবিএস ডাক্তার রয়েছেন। তিনি কখনো সেন্ট মার্টিনে আসেন না। দ্বীপে পদায়নকৃত ডাক্তাররা না আসায় বছরের পর বছর এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ডাক্তার এবং কোন ধরণের নার্স না থাকায় জটিল এবং সাধারণ রোগীদের সেবা নিতে সাগর পথ পাড়ি দিয়ে টেকনাফ আসতে হয়। দীর্ঘ ৩ঘন্টার সাগর পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় রোগী মারা যাওয়ার ঘটনা ঘটছে। বর্ষা এবং দুর্যোগের সময় সেবা না পেয়ে অনেক রোগী অকালে মৃত্যুবরণও করছেন। স্থানীয়রা জানায়,দ্বীপে প্রায় ১০হাজার জনসংখ্যা রয়েছে। এছাড়া সারা বছর পুলিশ,বিজিবি,কোষ্টগার্ড,নৌ-বাহিনী এবং ট্যুরিষ্ট পুলিশ দ্বীপে অবস্থান করেন। পর্যটন মৌসুমে প্রতিদিন ৩/৪হাজার পর্যটকের সমাগম ঘটে। স্থানীয় জনসাধারণসহ এসব লোকদের প্রয়োজনীয় সেবা দেওয়ার মত কোন ডাক্তার নেই। বিষয়টি খুবই দু:খজনক মনে করেন দ্বীপের অধিবাসীরা। তৌহিদা আক্তার নামের স্থানীয় এক গৃহবধু জানান, ৬ মাস একবছর পর হঠাৎ ডাক্তার আসেন। এই গৃহবধু আরো জানান,ডাক্তার এবং নার্স না থাকায় গর্ভবতী মায়েরা কোন ধরণের সেবা পাচ্ছেন না। গর্ভবতী মায়েদের টেকনাফ গিয়েই চিকিৎসা নিতে হয়। ইউপি সদস্য হাবিবুর রহমান খাঁন জানান,সেন্ট মার্টিনের মানুষ মৌলিক অধিকার তথা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জটিল এবং কঠিন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য টেকনাফ নিয়ে আসা হয়। সাগর দিয়ে আসার পথে অনেক সময় রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি দ্বীপের মানুষের সেবা নিশ্চিত করতে একজন এমবিবিএস ডাক্তার,নার্সসহ প্রয়োজন সংখ্যক জনবল নিশ্চিত করার দাবী জানান।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান,ডাক্তার এবং কোন ধরণের নার্স না থাকায় দ্বীপবাসী এবং পর্যটকরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। তিনি সেন্টমার্টিনে মানুষের সেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন বড়ুয়া জানান,আগষ্ট থেকে ডাক্তারের পোষ্টিং নেই। একজন এমএলএসএস এবং আরেক সেকমো দিয়ে হাসপাতালটি কোনমতে চলে আসছে। ডাক্তার সমস্যার বিষয়টি পর্যটন মৌসুম শুরুর আগেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,দ্বীপের জনসাধারণ এবং পর্যটকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

Tag
আরও খবর

পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন

১২ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে


টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন

১৫ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে





টেকনাফে বসত ঘরে মিলল ২০ হাজার ইয়াবা

৮৬ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে