কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে টেকনাফে অপহরণ ও মানব পাচার চক্রের অন্যতম মূলহোতাকে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আটক করেছে।
সুত্র জানায়, গত ৯ আগস্ট দুপুর সোয়া ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ মরিচ্যা এলাকায় একজন ব্যক্তি অস্ত্রশস্ত্র-মাদক ক্রয়-বিক্রয় বা অন্যত্র সরবরাহের উদ্দেশ্যে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে টেকনাফ সদর ইউপির নতুন পল্লান পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৬) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক এবং ২রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আরিফ নতুন পল্লান পাড়া ও লেঙ্গুর বিল এলাকার অপহরণ ও মানব পাচার চক্রের স্বশস্ত্র সদস্য। গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ২টিসহ মোট ৪টি মামলা রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ ধৃত অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৭ দিন ২৮ মিনিট আগে
৪৬ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৮৬ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে