কক্সবাজারের টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক করবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদকবহন করা একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া রাজীব বড়ুয়ার ওয়ার্কসপের সামনে থেকে মিনিট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর কেষ্টি গ্রামের মো. ইব্রাহীম (৪৫) ও একই এলাকার মো. আলম (৪০)। মাদকসহ কারবারিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়াপাড়ার রাজীব বড়ুয়ার ওয়ার্কসপের সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক মাদক কারবারি পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। মামলা দায়েরের পর তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে তাদের।
৩ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
২৭ দিন ৩১ মিনিট আগে
৪৬ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৮৬ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে