কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যেমন ই*য়া*বা ও স্বর্ণ পাচার, রো*হি*ঙ্গা অনুপ্রবেশ, ই*য়া*বা কারবারিদের আধিপত্য বিস্তার, জমি দখল, অ*পহ*রণ বাণিজ্যসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে। তবে স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকা না থাকায় দিন দিন অপরাধীরা বেপরোয়া হয়ে পড়ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান জোরদার করার দাবি জানান তারা।
জানা গেছে, গত এক মাসের ব্যবধানে টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার সরকারি কলেজের ছাত্র মো. ফারুকের ওপর স*ন্ত্রা*সী হামলা, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া এলাকার আব্দু সালামের ছেলে মোহাম্মদ আতিককে (২২) ১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া, টেকনাফ শাহপরীরদ্বীপ এলাকায় মো. জলিল আহমদের মেয়ে চাঞ্চল্যকর শিশু তাহমিনা হ*ত্যা*র ঘটনা, টেকনাফ সদর নাজির পাড়া এলাকার শামশুল আলমের পা কেটে হত্যার চেষ্টা, টেকনাফ সাবরাং সিকদার পাড়া এলাকায় বদিউর রহমান ছেলে জাহেদ হোছন তার জেঠাতো ভাইয়ের ছু*রিকা*ঘাতে মৃত্যুবরণসহ নানা ধরনের অপরাধ সংঘঠিত হচ্ছে।
ভোক্তভোগীরা জানান, টেকনাফ মডেল থানায় বিভিন্ন বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। এ ছাড়াও টেকনাফ উপজেলার, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ সদর, বাহার ছড়া, সাবরাং ইউনিয়ন, টেকনাফ পৌরসভাসহ বিভিন্ন জায়গায় নানা অপরাধ কর্মকাণ্ড সংঘঠিত হচ্ছে।
স্থানীয়রা জানান, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় র*ক্ত*ক্ষয়ী সং*ঘ*র্ষের ঘটনাও ঘটছে। সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে পড়েছে। সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছে। এছাড়া বিভিন্ন মা*মলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, আমার এলাকায় রো*হি*ঙ্গা ক্যাম্প থাকায় পাহাড়ি স*ন্ত্রা*সীরা আবারও অপহরণ বাণিজ্য চালাচ্ছে। পুলিশের টহল জোরদার না থাকায় অ*প*রাধীদের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। অভিযান জোরদার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, শীঘ্রই আমাদের অভিযান শুরু হবে। পাশাপাশি অ*প*হ*রণ, স*ন্ত্রা*সী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৪ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৯০ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে