কক্সবাজার টেকনাফের হোয়াইক্যংয়ে পৃথক অভিযানে ১টি বিদেশি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (১৬ নভেম্বর) রাত ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্ট পাড়া নামক এলাকায় খেলার মাঠে পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র লুকায়িত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে, হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল দুপুর সাড়ে ৩ টার দিকে গমন করে। খেলার মাঠে ব্যাপক তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো ১ টি বিদেশী অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি এর অধীনস্থ হোয়াইক্যং বালুখালী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে মর্মে গোপন একটি তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল হোয়াইক্যং বালুখালী এলাকায় গমন করে এবং কৌশলগত অবস্থান গ্রহণ করে। দুপুর ৩ টার দিকে টহলদল দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি ক্যারেট নিয়ে নাফ নদী পার হয়ে হোয়াইক্যং বালুখালী এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা একটি ক্যারেট ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি ক্যারেটের ভিতর হতে ২০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, পৃথক দু'টি ঘটনায় জড়িত চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
১০ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৩০ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৩ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৯ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
৮৭ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৭ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮৯ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৮৯ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে