'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' -এ প্রতিপাদ্যকে ধারন করে ২২মে সোমবার কুড়িগ্রাম জেলার উলিপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
উলিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ধরণীবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ রানা সরকার, বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা বক্তব্যে বলেন, জনগণের সেবার মানসে সহকারী ভূমি কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, আলোচনা সভার পূর্বে দিনটি উপলক্ষে একটি র্যালী উলিপুর সহকারী কমিশনার ভূমির অফিস থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।
৬ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৭ দিন ৩ মিনিট আগে