কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় নিউজ পোর্টাল 'উলিপুর ডট কম'র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৮ জুন) বেলা ১১টায় উলিপুর প্রেস ক্লাব হলরুমে কেক কেটে রংপুর বিভাগের নিবন্ধিত প্রথম অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কম'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উলিপুর ডট কম'র প্রতিবেদক জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন।
সমাজকর্মী মাসুম করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,দৈনিক দেশ চিত্রের উপজেলা প্রতিনিধি আসলাম উদ্দিন আহম্মেদ, কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান মানু, প্রতিদিনের সংবাদের সাজাদুল ইসলাম সাজু, আজকালের খবরের খালেক পারভেজ নালু, ভোরের ডাকের নুরবক্ত মিঞা, জনতার ইউনুস আলী, পরিবেশের নুরুজ্জামান মিয়া প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সুধিজন উপস্থিত ছিলেন।