সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর গুন্ডা বাহিনীর নৃশংস হামলায় নিহত বাংলা নিউজ, ৭১ টিভি ও মানব জমিনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উলিপুরের সর্বস্তরের সাংবাদিকের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩টায় উলিপুর মসজিদুল হুদার সামনে অনুষ্ঠিত এ মানব বন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন। সাংবাদিক উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণের সঞালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক মন্জুরুল হান্নান, আব্দুল মালেক,চন্দন, মিজানুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, এ নৃশংসতা হত্যার দ্রুত বিচার দাবী করেন। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী চেয়ারম্যান ও তার দোসর সকল খুনি গুন্ডাবাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে।