কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। সোমবার দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে তিনি প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান যেমন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং অন্যদেরকেও উৎসাহিত করতে হবে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, সহকারি প্রধান শিক্ষক আনিছুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর পূর্বে তিনি উপজেলার এম এ মতিন কারিগরি কৃষি কলেজ ও উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।