অন্য রকম বিদায় সম্বর্ধনা পেলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবর রহমান ও দুই কর্মচারী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আলম আমিন এর সভাপতিত্বে বিদায়-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, বজরা এল কে আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা, উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, হযরত ফাতিমা (রাঃ) বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ রুহুল আমিন, এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আখতার আমিন প্রমূখ।বিদায়ী শিক্ষক তাঁর বক্তব্যে ছাত্রদের জ্ঞানার্জন ও এ মহান পেশায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান।
পরে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদেরকে প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
এরপর বিদায়ী শিক্ষক মজিবর রহমানকে ফুলেল শুভেচছায় বিদায় দিয়ে সুসজ্জিত গাড়িতে বাড়ীতে পৌঁছে দেয়া হয়েছে।