কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে জুম্মাহাট কবরস্থান এলাকায় অভিযান চালায় উলিপুর থানা পুলিশের একটি দল। এস আই আতিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ইজি বাইক অটো চার্জার গাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানায় পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা থেকে গাঁজার একটি বড় চালান উলিপুর হয়ে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে যাচ্ছে। এমন সংবাদে পুলিশ জুম্মাহাটে অবস্থান নিয়ে নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা এলাকার বানিয়াটারী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও পূর্ব গ্রাম এলাকার পনির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান(৩৫)সহ উলিপুর উপজেলার খামার দামারহাট এলাকার রোস্তম আলীর ছেলে মাসুদ (২২)কে গ্রেফতার করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে কথা হলে তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৬ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭ দিন ৪ মিনিট আগে