জানা গেছে,কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতাহাট সংলগ্ন এলআরডি ইট ভাটার মালিক বানী ইসরাইল বকসীর সাথে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড় সাতাইল গ্রামের আব্দুল জব্বার আকন্দের পুত্র সেলিম আকন্দ(৩৩) এর সাথে ফেসবুকে পরিচয় হয়। ফেসবুক পরিচয়ে সখ্যতা গড়ে তোলে সেলিম আকন্দ।সুযোগ বুঝে টাকা ধার চায় সে।ভুট্টা বিক্রি করে টাকা শোধ করার প্রতিশ্রুতি দেয়। গত ২৬ আগস্ট ভুট্টা বিক্রির কথা বলে অগ্রিম হিসাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় সেলিম আকন্দ। টাকা পাওয়ার পর সাথে সাথে মোবাইল ফোন বন্ধ করে দেয় সে।এসময় বুঝতে পারে সেলিম আকন্দ একজন প্রতারক। পরে ভুক্তভোগী বানী ইসরাইল বকসী উলিপুর থানায় ১টি মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার ১১ সেপ্টেম্বর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে উক্ত প্রতারক গ্রেফতার করে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।