যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর আলোচনা সভা,মিলাদ মহফিল, কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতা।
উলিপুরের তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের আয়োজনে মাওলানা মহেব্বুল হাসান করিমীর সভাপতিত্বে ও বীর তোফায়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হযরত ফাতেমা(রাঃ) স্কুল ও কলেজের অধ্যক্ষ হাফেজ রুহুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমইয়াতে হিজবুল্লাহ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য মাওলানা আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম
, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোফাফখের আহমেদ শামছী প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে, নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালিত করার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।