কুড়িগ্রামের উলিপুরে ৪১তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত জিয়াউর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রক্তিম ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রক্তিম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাজমুল হাসানের সঞ্চালনায় ও উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি কাজী মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান। আরো উপস্থিত ছিলেন, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরিফ হাসান, অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ৷
বক্তারা তাদের বক্তব্যে, রক্তিম ফাউন্ডেশনের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং গরীব মেধাবিদের খুঁজে বের করে বার বার এমন আয়োজন করার আহ্বান জানান।তাঁরা শিক্ষার্থীদের আজকের জিয়াউর রহমানের মতো আলোকিত মানুষ হবার আহ্বান জানান। উলিপুরের সুবিধা বঞ্চিত এলাকার
৪১তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জিয়াউর রহমান আক্ষেপ করে বলেন, যখন দাখিল পরিক্ষায় জিপিএ- ৫ পেয়েছি তখন আমার মাদ্রাসাসহ কেউই তেমন গুরত্ব দেয়নি। গরীব সংসার থেকে যখন শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি তখন সবার নজরে এসেছি।তিনি গরীব মেধাবী শিক্ষার্থীদের এভাবে প্রতি বছর সংবর্ধনা দিয়ে উজ্জীবিত করার জন্য রক্তিম ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।