কুড়িগ্রামে উলিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় র্যালীটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।পরে উলিপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি কুড়িগ্রাম-৩
(উলিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন এর অনুপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ও উলিপুর উপজেলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিক আব্দুল মজিদ হাড়ি, উলিপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান শেখ মোঃ আসাদ-উ-দ্দৌলা মাসুদ প্রমূখ। পরে বিশেষ অবদানের জন্য সমবায় সমিতির মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।