◾ আবু তালিব হোসাইন মিঠু, ইতালি :
ইতালীর বন্দর নগরী নাপলীতে ইতালীর নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযাদ্ধা মাহতাব হোসেন ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন কে বিশাল গণ সংবর্ধনা দেওয়া হয় । নাপলীর সানজেন্নারু তে হাওলাদার রেঁস্তোরা তে রবিবার স্থানীয় সময় দুপুর ২ টায় মধান্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রাসেল মিয়া । অনুষ্ঠানের সভাপতিত্ব করেনঃনাপলী আওয়ামী লিগের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ সিপাহি।
প্রধাণ অতিথি ছিলেন জি এম কিবরিয়া সাধারন সম্পাদক সর্ব ইউরোপিয়ান আওয়ামী লিগ এবং আহ্বায়ক ইতালী আওয়ামী লিগ । বিশেষ অতিথি ছিলেন কে এম লোকমান হোসেন সহ- সভাপতি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লিগ এবং প্রধান নির্বাচন কমিশনার সম্মেলন প্রস্তুত কমিটি ইতালী আওয়ামী লিগ।
অনুষ্ঠান পরিচালনা করেন জনাব কুদ্দুস হাওলাদার সাধারন সম্পাদক নাপলী আওয়ামী লিগ ।
এরপর উক্ত অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন নাপলী আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ মিয়া এরপর সংগ্রামী বক্তব্য রাখেন নাপলী আওয়ামী লিগের সহ সভাপতি আব্দুল লিয়াকত ,মনসুর মোঃ ওয়েছ , মালেক পালোয়ান ও মোঃ নুরুল ইসলাম ।
নাপলী আওয়ামী লিগের যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ন কবির ও দেলোয়ার মোহাম্মদ । নাপলী আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান ও গৌছ উদ্দিন । নাপলী আওয়ামী লিগের প্রচার সম্পাদক রফিকুল বেপারি। নাপলী মহানগর আওয়ামী লিগের বাদল খান ।
সংক্ষিপ্ত বক্তব্য তে সবাই নাপলী আওয়ামী লিগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন আহবায়ক কমিটি করার জোর দাবি পেশ করেন এবং বাংলাদেশ দূতাবাস রোমে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করার দাবি জানান ও সম্ভব হলে নাপলীতে বিশেষ কন্সুলেট অফিস করার অনুরোধ করেন রোমের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোম থেকে আগত জনাব লুতফর রহমান সর্দার ,সহ সভাপতি ইতালী আওয়ামী লিগ । জনাব এম এ রব মিন্টু ১ নং যুগ্ন- সাধারন সম্পাদক ইতালী আওয়ামী লিগ ।জনাব এনায়েত করিম সাধারন সম্পাদক ইতালী আওয়ামী যুবলীগ ।
আরো বক্তব্য রাখেন রোমের বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালী আওয়ামী লিগের হেভিওয়েট নেতা জনাব নজরুল ইসলাম মাঝি সহ অসংখ্য আওয়ামী লিগ নেতৃবৃন্দ । তারা সবাই আশ্বস্ত করেন পাসপোর্ট সংক্রান্ত যত জটিলতা আছে দ্রুতই দূতাবাসের সাথে বসে তা সমাধান করার চেষ্টা করবেন । এরপর ইতালী আওয়ামী লিগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন নাপলী আওয়ামী লিগের বর্তমান চলমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন ও নাপলী আওয়ামী লিগের সাবেক সাধারন সম্পাদক কুদ্দুস হাওলাদার কে নতুন আহবায়ক ঘোষনা করেন । নাপলী আওয়ামী লিগের সহ সভাপতি ও উক্ত অনুষ্ঠানের সভাপতি ফরহাদ সিপাহী র সমাপনী বক্তব্য র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় । পরিশেষে প্রায় পাঁচশত মানুষের জন্য রাতের খানা বিরিয়ানির ব্যবস্থা করা হয় ।
২৯৭ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৩৬ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৪৮ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৬০৯ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬৪৬ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬৪৬ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৫৪ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
৮১১ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে