লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব আশাশুনিতে রোজা ও যাকাতের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাগেশ্বরীতে যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী পেয়ে খুশি শতাধিক পরিবার নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শার্শা উপজেলা বিএনপি কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাখাইয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ এর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক। জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাজাহানপুরে শারিরীক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের স্বীকার পুতিন যুদ্ধবিরতি নিয়ে ‘ছলনা’ করছেন: জেলেনস্কি আজ পৃথিবীর অন্যতম বড় ইফতার অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব কে নিয়ে কক্সবাজার প্রধান উপদেষ্টা কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস রাজবাড়ীতে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার । সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস সহ আটক ১ যমজ সন্তানদের পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্যামনগর পৌরসভার জন্মনিবন্ধন জটিলতার সমাধান করলেন ইউএনও রণী খাতুন শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলীর মৃত্যু

নেই বিদেশি পর্যটক, ধুঁকছে যুক্তরাজ্যের পর্যটন শিল্প

করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯ সালের পর থেকে বদলে গেছে পুরো পৃথিবী। এর ফলে দীর্ঘ সময় স্থবির ছিলো বিশ্বের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এমনকি সাধারণ মানুষের জীবনযাপনও। অন্যান্য খাতের মতো ক্ষতির মুখে পড়ে যুক্তরাজ্যের পর্যটন শিল্পও। তবে টিকা আবিষ্কার, গণপরিসরে টিকাদান শুরু, সীমান্তে বিধিনিষেধ শিথিল করাসহ নানা কারণে গত বছর গ্রীষ্মকালে যুক্তরাজ্যে পর্যটকদের ঢল নামে। সে সময় বেশ চাঙ্গা হয়ে ওঠে খাতটি। কিন্তু এই এক বছরের ব্যবসা পুরো পর্যটন খাতের হাজারো ব্যবসাকে টেনে তুলতে পারবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সম্প্রতি ১ হাজার ৯২৭টি ট্যুর অপারেটর, হোটেল, পর্যটন কেন্দ্র, ভাষা শিক্ষার স্কুল ও আতিথেয়তা- সংক্রান্ত প্রতিষ্ঠান একটি জরিপ পরিচালনা করে। সেখানে দেখা যায়, বিদেশী অতিথিদের নিয়ে কাজ করে এমন ৪১ শতাংশ প্রতিষ্ঠান বলছে যে, তারা সম্ভবত ২০২২ সালে ব্যর্থ হবে। এদের মধ্যে ১১ শতাংশের ধারণা তারা অবশ্যই ব্যর্থ হবে।


বিশ্বব্যাপী ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের প্রথম তিন মাস বেশ বিবর্ণ যাবে বলেই ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে। অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা ও বুকিং বাতিল করছেন। জরিপে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো বলছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের অন্তত অর্ধেক বুকিং বাতিল হয়ে গেছে।


গত বছর মন্দা কাটিয়ে উঠতে সরকারের দেয়া ফার্লো স্কিমের মেয়াদ শেষ হওয়ার পর বেশির ভাগ পর্যটন ব্যবসায়ী বলছেন, তাদের হাতে পর্যাপ্ত নগদ অর্থ নেই। জরিপে অংশ নেয়া ব্যবসায়ীদের অর্ধেক বলছেন, সঞ্চিত অর্থ দিয়ে খুব বেশি হলে আর দুই মাস চালিয়ে নিতে পারবেন তারা।


ট্যুরিজম অ্যালায়েন্সের পরিচালক কার্ট জ্যানসন বলেন, গত গ্রীষ্মে যুক্তরাজ্যের সৈকতগুলো ছিল জনাকীর্ণ। সমুদ্রতীরবর্তী রিসোর্টগুলোতে কোনো জায়গা খালি ছিল না। কিন্তু সে অনুপাতে অভ্যন্তরীণ পর্যটনের তেমন বিকাশ হয়নি। ফলে ৩০ লাখের বেশি পর্যটন ব্যবসায়ীর ৬০টি সংগঠন জানিয়েছে, প্রতি বছর যে পরিমাণ অভ্যন্তরীণ পর্যটন, ব্যবসায়িক ভ্রমণ বা সম্মেলন হতো, সেগুলোতে পুনরুদ্ধার হয়নি।


তবে যে অপারেটররা বিদেশী পর্যটকদের নিয়ে কাজ করত তাদের সম্পর্কে বেশি চিন্তিত জ্যানসন। তিনি বলেন, যুক্তরাজ্যে যদি বিদেশী পর্যটকরা না আসেন, এ দেশের পর্যটনকে প্রচার না করেন তাহলে খাতটির উঠে দাঁড়াতে আরো অনেক সময় লাগবে। আমাদের উচিত বিদেশী পর্যটকদের যুক্তরাজ্যমুখী করতে নানা ধরনের উদ্যোগ নেয়া।


খাতসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ভ্রমণকেন্দ্র হিসেবে যুক্তরাজ্য কম প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। অন্য দেশগুলো যেখানে বিপণনের ওপর বেশি জোর দিচ্ছে সেখানে যুক্তরাজ্য নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে। এখন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রেও পাসপোর্ট প্রয়োজন হয়। সরকারকে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যকে আন্তর্জাতিক ভ্রমণ কেন্দ্র হিসেবে প্রচারের জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করছেন পর্যটন ব্যবসায়ীরা। এজন্য এ খাতে বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ দেয়া হচ্ছে। কারণ আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ এরই মধ্যে এ খাতে বড় বিনিয়োগ শুরু করেছে। এখনই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে সেটি ব্রিটিশ পর্যটন খাতের জন্য বড় সংকট সৃষ্টি করবে।

Tag
আরও খবর