নাটোরে এক মাদ্রাসার সহকারী অধ্যাপক জাফর বরকতকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় লক্ষীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় শহরের কানাইখালী এলাকা থেকে চেয়ারম্যান কালুকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় শিক্ষক জাফর বরকত নাটোর থানায় ইউপি চেয়ারম্যান কালুসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুসহ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসার গিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবি জানায়। এ সময় সহকারী অধ্যাপক জাফরের সঙ্গে চেয়ারম্যানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষক জাফর চেয়ার তুলে চেয়ারম্যানের দিতে তেড়ে যান। তখন চেয়ারম্যান সমর্থকেরা জাফরকে ইউনিয়ন পরিষদে নিয়ে মারধর করে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে।
গ্রেপ্তারের আগে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে মাদ্রাসায় শিক্ষক জাফর বরকত আমাকে মারার জন্য চেয়ার ওঠায়। এ সময় এলাকাবাসী তাঁকে আটকে রাখে। আমার লোকজন তখন তাঁকে উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। তাঁকে মারপিট করা হয়নি বরং তাঁকে উদ্ধার করা হয়েছে।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘শিক্ষক জাফর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার কালুকে আদালতে হাজির করা হবে।’
এদিকে, চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে তাঁর অনুসারীরা।
৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ৫০ মিনিট আগে
১ দিন ৫১ মিনিট আগে
১ দিন ৫৪ মিনিট আগে