লক্ষ্মীপুরে গম আবাদে কৃষকের আগ্রহ বাড়ছে। লক্ষ্মীপুরের চরাঞ্চল গম চাষের জন্য উপযোগী।গত বছর লাভ হওয়ায় এবার অনেক বেশি জমিতে গম চাষ হয়েছে। তাপসহিষ্ণু ও লবণাক্ত জমিতে গমের ভালো ফলনে চাষাবাদে উৎসাহী হয়েছেন কৃষক।
সরকারের প্রনোদনা কর্মসূচির আওতায় এবছর লক্ষ্মীপুরে ১ হাজার কৃষককে ১০ কেজি করে গম বীজ ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। চলতি মৌসুমে রামগতি উপজেলায় দিগন্ত জোড়া মাঠে গমের আবাদ হয়েছে। জেলা সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লক্ষ্মীপুরে এবার ৮০০ একর জমিতে গম চাষ হয়েছে। এক সময় এ অঞ্চলে গমের আবাদ না হলেও এবার ২ টি উন্নত জাতের গম চাষ করে লাভবান হয়েছে কৃষক। তাপ এবং খরা সহিষ্ণু দুটি জাতের গম চাষ করে লাভবান হয়েছেন তারা। গম চাষী একাধিক কৃষক বলেন, এবছর গমের ফলন খুবই ভালো। গমের বাজার দামও ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি একরে ৪০-৫০ মণ গম হওয়ার আশা করি আমরা৷ আগামীতে এ অঞ্চলে গমের উৎপাদন বাড়লে জেলার চাহিদা মিটিয়ে সারাদেশে গম সরবরাহ করা সম্ভব হবে৷এতে বিদেশ থেকে গম আমদানির নির্ভরতাও কমবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.জাকির হোসেন বলেন, আমরা অনেক দিন ধরে তাপ সহিষ্ণু বা হিট টলারেন্স গমের জাত খুজতে ছিলাম। এক্ষেত্রে আমাদের বারি গম-৩২,৩০ এগুলো এ অঞ্চলের ভালো। তবে বারি গম-৩০ এ অঞ্চলের জন্য খুবই ভালো। তবে আগামী বছর বারি গম-৩২ আমরা সম্প্রসারণ করবো।
১ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে