লেখক: ঋতি ঢালী মিতু
এসেছো লন্ড ভন্ড করতে যতো আবর্জনা সব দিয়েছো উড়িয়ে। শীতল হাওয়া বহিছে বাহিরে তাই দুহাত বাড়িয়ে গায়ে মাখছি বেশ ঝড়ের গতিবেগ ভীষন রেশ। গাছ গাছালি দুমড়ে মুচড়ে হচ্চে শেষ প্রাণীদের বাসস্থান নষ্ট হচ্ছে দুঃখের নাইকো শেষ। কাল নেমে এসেছে আজ ধ্বংসের দিকে এগিয়েছে দেশ ঝড়েরই বা কি দোষ। আধুনিকতার ছোঁয়ায় ভুলেছে সব প্রকৃতি তাই উগ্র-মেজাজি ঝড়ের কবলে পড়বে সবাই। গাছ আমাদের পরম বন্ধু যদি হয় তা ধ্বংস কালবৈশাখী আনবে ডেকে কাল। এ ঝড় থামবার নয় পৃথিবীর সব আবর্জনা করবে দুর একতা আনো সবাই রক্ষা করো প্রকৃতি। হাতে হাতে লাগাও গাছ ভূমি হোক উর্বর সকল প্রতিকূল অবস্থা পাবে রক্ষা।
৪ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
২৬ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৩৯ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে