|| মোদের আশারামপুর ||
• আফসানা আক্তার
বিভাগ আমার ঢাকা, জেলা যে নরসিংদী
থানা মোর রায়পুরা, ইউনিয়ন পলাশতলী;
গ্রামখানি মোর মনে আঁকা যেন এক জাদুকরী
গ্রামের নামটি এখন না বলব না হয় শেষে।
রেললাইনটি এঁকেবেঁকে যাচ্ছে সাপের মত
ঘুরতে আমি চাই যে এবার বারণ থাকুক শত;
কত শত জমির মাঝে থাকে কত আইল,
হেলে দুলে ঘুরতে থাকি, মাইলের পর মাইল।
সবুজ আর হলুদের সমারোহ থাকে মাঠে
বন্ধুরা সব বসে থাকি মেঘনা নদীর ঘাট;
গরমের জ্বালায় থাকি যখন সইতে পারি না আর
বাতাসের জন্য বজ্রভাঙ্গা ব্রীজে যাই বারংবার।
মোরা একসাথে করি অনেক খেলা
দিন শেষে কেউ কাউকে করি নাকো হেলা;
বিপদে পড়লে পাশে থাকে সবাই সবার প্রতি
যে যেখানে থাকুক না কেন নানান কাজের নেশায়।
ছোট থেকে বড় হই একসাথে পড়ে
ভালোবাসা থাকে সবার যদিও থাকি দূরে;
গ্রামখানি মোর যদিও ছোট তবুও লাগে খুব মধুর
এক নামে সবাই চিনে থাকি মোদের আশারামপুর।
৮ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে