শ্রীপুরের বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের মৃত আঃ মালেক মিয়ার ছেলে মোঃ সিরাজ মিয়া একজন সফল উদ্যোক্তা ব্যাবসায়ী। তিনি মৌসুমি ফল এর ব্যাবসা করে থাকেন। এ সময়ের জনপ্রিয় ফল লটকনের বাগান ক্রয় করে ছোট পরিসরে ব্যাবসা শুরু করেছেন।
সিরাজ মিয়ার সাথে কথা বলে জানা যায় এই বছর আর্থিক সংকটের কারণে একটি বাগান ক্রয় করেন। আর বাগানে মোট গাছ রয়েছে ২০ টি একেক টা গাছে ২০/২৫ কেজি লটকন হয়ে থাকে, কোন কোন গাছে ১ মন লটকন হয়েও থাকে। তিনি আরো বলেন এই বছর তেমন বৃষ্টি না হওয়ায় বাগানের অবস্থা তেমন ভালো না। তবে যতটুকু ফলন হয়েছে তাই দিয়ে তার ব্যাবসা শুরু করেছেন।
সিরাজ মিয়ার বাগান ঘুরে দেখা যায় প্রতিটি গাছে থোকায় থোকায় ধরেছে সুস্বাদু ফল লটকন। তবে তা নিয়ে হতাশার শেষ নেই দিন রাত পাহারা দিতে হচ্ছে বাগানে।কারণ বাগানে যেন কোন প্রকার ক্ষতি না হয়। সিরাজ মিয়ার বাগানে সুস্বাদু ফল লটকনের প্রতিটি থোকায় রয়েছে ১০/১৫ টাকা লটকন। যা দেখতে খুবই সুন্দর, এবং খেতেও সুস্বাদু।
সিরাজ মিয়া বলেন লটকন পাইকারী বিক্রি না করে খুচরা বিক্রি করেন। তবে খুচরা ১০০/১২০ টাকা কেজি দামে লটকন বিক্রি করে থাকেন। তিনি আরো বলেন এ বছর লটকনে চাহিদাও তেমন দেখা যাচ্ছে না। তবে তিনি মনে করেন কিছু দিন পর লটকনের চাহিদা আরো বাড়বে। মোঃ সিরাজ মিয়া আগে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। তবে বর্তমান সময়ে তিনি বিভিন্ন মৌসুমি ফলের ব্যাবসা শুরু করেছেন। তিনি মনে করেন এই ভাবে যদি সবাই উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে তাহলে সামনে আরও ভালো করতে পারবে এবং কৃষকের সফলতা অর্জন হবে।
১ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে