ক্রীড়া প্রতিবেদক:
টি-টোয়েন্টি সিরিজে হারের পর আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘দুই দলের শক্তির বিচারে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’
তাইতো নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের দলের কোনো পরিবর্তন হয়তো চাইবেন না তামিম।
তবে নুরুল হাসান সোহানের না থাকায় অবশেষে ওয়ানডে দলে সুযোগ পেতে যাচ্ছেন এনামুল হক বিজয়।
এছাড়া বাদ পড়তে পারেন নাসুম আহমেদ। একাদশে খেলতে পারেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ/ শরিফুল ইসলাম।
৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
২১ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে