◾প্রিয় মা আমার ◾
আফসানা আক্তার
জন্ম দিয়ে মাগো তুমি মোরে করেছো মহান,
নিজের সকল দুঃখ-কষ্ট ভুলে মোরে করেছো সকল ভালোবাসা দান।
আদর-যত্ন পেয়ে ধীরে ধীরে ওঠেছি বেড়ে
আর সেটাও তোমার ভালোবাসা পেয়ে।
তোমার কাছ থেকে শিখেছি মাগো,
কীভাবে করতে হয় ছোটদের আদর আর বড়দের সম্মান,
তুমি যদি এইসব মা না শেখাতে
তখন পেতাম আমি মাগো
মানুষের কাছ থেকে কতোই না ঘৃণা আর অপমান।
মাগো তুমি কতই না মহান
কতো যে তুমি আদেশ, উপদেশ করেছো আমার ভালোর জন্য,
সেটা আজ বুঝতে পেরে নিজেকে লাগে ধন্য।
মাগো তুমি কতই না অনন্য।
যার মা নেই সে-ই বুঝতে পারে মা না থাকার কতো ব্যাথা
মা কাছে না থাকলে মন সারাক্ষণ থাকে দিশেহারা।
মা কোথায় তুমি হারিয়ে গেলে কোন অন্ধকারে,
এথায় খুঁজি ওথায় খুঁজি কান্না করে করে।
মাগো একবার ফিরে এসো দাও মোরে দেখা,
বুকেতে লয়ে তোমারে ফুরাই মনের সকল ব্যাথা।
৮ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৯ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে