◾ নিউজ ডেস্ক
দেশের সকল পৌরসভার নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন এবং অটোমেশন করতে স্থানীয় সরকার বিভাগের ৪২ কোটি টাকার একটি প্রকল্পে ২৭ কোটি টাকাই ব্যয় করা হচ্ছে পরামর্শক খাতে, যা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পে পরামর্শক খাতে ২৭ কোটি ১০ লাখ টাকার ব্যয় ধরা হয়েছে, যা মোট ব্যয়ের ৬৩ শতাংশ। প্রকল্পে পরামর্শক খাতে এই বিশাল অর্থ কীভাবে ব্যবহার হবে, তাও জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (সচিব) পরিমল চন্দ্র বসু বলেন, ‘সামনে প্রকল্পটির মূল্যমান কমিটির (পিইসি) সভা রয়েছে। সে সময় পরামর্শক খাতে এত ব্যয় নিয়ে জানতে চাওয়া হবে। অপ্রয়োজনীয় কোনো ব্যয় করতে দেওয়া হবে না।’
পরামর্শক খাতে এত ব্যয়ের বিষয় স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) আবু মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী বলেন, ‘এটি একটি প্রশিক্ষণধর্মী প্রকল্প। এ ধরনের প্রকল্পের মূল কাজই পরামর্শকের। এর আওতায় দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হবে।’
প্রকল্পটির মূল কার্যক্রমের মধ্যে পাঁচ ধরনের পরামর্শকের কাজ রয়েছে।কনসালটেন্সি ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট-৪০৬ জনমাস, কনসালটেন্সি ফর সফটওয়্যার ওঅ্যান্ডএম-২৪৬ জনমাস, কনসালটেন্সি ফর ডাটা ট্রান্সফার ৭৬০ জনমাস, কনসালটেন্সি ফর ইমপ্লিমেন্টেশন টিম-৪৮ জনমাস, কনসালটেন্সি ফর ট্রেইনিং-১৩ হাজার ৩৫০ জনমাস। এ ছাড়া ডাটা সেন্টারের সার্ভার ৬টি, ডাটা সেন্টারের লোড ব্যালেন্সার ও ব্যাকআপ সার্ভার ৩টি, ডাটা সেন্টারের এসকিউএল সফটওয়্যার ২টি, ডাটা সেন্টারের উইন্ডোজ সফটওয়্যার ৭টি, পৌরসভা আইটি ইনফ্রাস্ট্রাকচার-৩২৯ সেট কেনা হবে।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, প্রকল্পের মাধ্যমে পৌরসভার নাগরিক সেবাসমূহ ই-সার্ভিসে রূপান্তরের মাধ্যমে জনগণকে সহজে ও দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পৌরসভা তৈরির লক্ষ্যে আইটি অবকাঠামো উন্নয়ন, পৌরসভার রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা, হিসাব ও পৌর বাজেট, স্থাবর-অস্থাবর সম্পদ ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনা ও নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা অটোমেশনের মাধ্যমে পরিবীক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার।
জানা গেছে, এ প্রকল্পের মাধ্যমে সরাসরি সুবিধাভোগ করবেন দেশের ৩২৯ পৌরসভার ১৬ হাজার ৪৫০ জন সফটওয়্যার ব্যবহারকারী সেবাগ্রহীতা। আর পরোক্ষভাবে সুবিধাভোগ করবে দেশের ৩২৯ পৌরসভার সকল নাগরিক।
প্রকল্পটির প্রস্তাবনায় বলা হয়, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে অনলাইনে সকল সরকারি সেবা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের লক্ষ্যমাত্রার সঙ্গে মিল রেখে এলজিইডি পৌরসভার নাগরিক সেবাসমূহ ই-সার্ভিসে রূপান্তর, ডিজিটাল পৌরসভা তৈরির লক্ষ্যে আইসিটি অবকাঠামোর উন্নয়ন, পৌরসভার রাজস্ব আদায় বৃদ্ধিকল্পে বিভিন্ন কর রেইট, ফিস আদায় ব্যবস্থাপনা অটোমেশন, স্বচ্ছতা আনয়নে হিসাব ও পৌর বাজেট, স্থাবর-অস্থাবর সম্পদ ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা ও নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা অটোমেশন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণসহ সকল কার্যক্রম বাস্তবায়নে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির চেষ্টা করছে। সে লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ৪২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে জানুয়ারি ২০২২ হতে ডিসেম্বর ২০২৩ মেয়াদে বাস্তবায়নের জন্য হাতে নিয়েছে।
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪ ঘন্টা ১ মিনিট আগে
১৪ ঘন্টা ২৭ মিনিট আগে