সুধারাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি সাজা পরোয়ানা সহ ১৩ টি গ্রেফতারি পরোয়ানার আসামী সহ ২ জন গ্রেফতার
বুধবার (০৫ জুলাই ) নোয়াখালীর সুধারাম থানার একটি অভিযানিক দল এস আই আবু জাহের নেতৃত্বে সংগীয় ফৌর্স সহ লক্ষিপুর জেলার কমল নগর থানা এলাকায় এবং সুধারাম থানাধীন হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করিয়া আসামী আবু সাঈদ পিতা- মৃত আ: রহিম, সাং- সোনাপুর, থানা- সুধারাম, জেলা-নোয়াখালী এবং আসামী আ: খালেক পিতা- জামাল উদ্দিন, সাং-হাকিমপুর,থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামী আবু সাঈদের বিরুদ্ধে ৩টি সাজা পরোয়ানা সহ ১৩ টি পরোয়ানা এবং অপর আসামী আ: খালেক এর বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলার ২টি জি আর গ্রেফতারি পরোয়ানা মুলতবী আছে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ধৃত আসামীদের কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।