সারাদেশে বিএনপি জোটের সহিংসতাপূর্ণ রাজনীতির প্রতিবাদে নোয়াখালীতে শান্তি সমাবেশের উদ্দেশ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৮ জুলাই ) নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল ৩ঘটিকায় সারাদেশে বিএনপি জোটের সহিংসতাপূর্ণ রাজনীতির প্রতিবাদে নোয়াখালীতে শান্তি সমাবেশের উদ্দেশ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম।
সভা সঞ্চালনা করেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খাঁন সোহেল।
এসময় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তন্মধ্যে
সেনবাগ উপজেলা থেকে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত হোসেন কানন, সেনবাগ সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস সামছু উদ্দিন আহমেদ রিয়াদ সহ জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি'র সকল নেতৃবৃন্দ।