নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন টাংকির বাজার পুলিশ ক্যাম্প, মোর্শেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন।
মঙ্গলবার (১১ জুলাই ) নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন টাংকির বাজার পুলিশ ক্যাম্প, মোর্শেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন, নোয়াখালীর অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার অফিসার-ফোর্সগণ দের ব্যারাক পরিদর্শন করেন, উল্লেখ্য সারাদেশে ডেঙ্গু রোগ বেড়ে যাওয়াতে সবাইকে সচেতন করেন ব্যারাক প্রাঙ্গণের চারদিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান।
রাত্রিকালীন টহল ডিউটি জোরদার করন ও অবৈধ অস্ত্র, মাদক, চুরি- ডাকাতি ও হত্যা ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ প্রদান করেন। অফিসারদের সাথে মুলতবি মামলা পর্যালোচনা করেন এবং দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ প্রদান করেন ও প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং বিভিন্ন রেজিস্টারসমূহ পরিদর্শন করেন।
এছাড়া ও ম্যাচের রান্না,খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ ঘন্টা ৯ মিনিট আগে
৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ৯ মিনিট আগে
৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে