◾ ফিচার ডেস্ক
নারী কিংবা পুরুষ সবারই সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ চুল। এই চুল নিয়ে কত কবিতা-গান রচিত হয়েছে। চুলের যত্ন আর সৌন্দর্য বাড়াতে মানুষের আগ্রহও তাই বেশি। চুলে সুন্দর একটা ছাঁটই বদলে দিতে পারে মানুষের ব্যক্তিত্ব ও মুখের অবয়ব। তাই চুল কাটার জন্য মানুষ সেলুন বা পার্লারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকে।
আমেরিকা ও ইউরোপে মানুষকে আগে থেকেই সেলুনে অ্যাপয়েনমেন্ট নিতে হয়। এমনকি এদেশেও পেশাদার নরসুন্দরের কাছে প্রয়োজন হয় আগাম বুকিংয়ের। আর মানানসই ছাঁট দিতে অন্তত ঘণ্টাখানেক সময় লাগে।
কিন্তু যদি বলা হয়, এক মিনিটেরও কম সময়ে চুল ছাঁটা যাবে। তবে কি বিশ্বাস করবেন? হয়তো না। কিন্তু এ কাজটি করেই বিশ্বরেকর্ড করেছেন গ্রিসের এক নরসুন্দর। মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে দ্রুততম সময়ে চুল কাটার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব জিতেছেন এথেন্সের কনস্তান্তিনোস কৌতুপিস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার এ শৈল্পিক গুণের দেখা মেলে। ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডে দেখা যায়, তিনি একজনের চুল ছাঁটছেন। মানানসই হেয়ারস্টাইল না আসা অবধি তিনি কাজ চালিয়ে যান। এরপর ৪৭ দশমিক ১৭ সেকেন্ড শেষ করেন কাজ। এর মাধ্যমে তিনিই ট্রিমার দিয়ে দ্রুততম সময়ে চুল কাটার রেকর্ডটি নিজের করে নেন।
এনডিটিভি জানিয়েছে, কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য বিচারকরা চুলের দৈর্ঘ্য পরিমাপ করেন। এতে কোনো গরমিল না পাওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় তার নাম।
নরসুন্দর কনস্তান্তিনোস চুল ছাঁটার ভিডিও আপলোড করেন তার টুইটার অ্যাকাউন্টে। তার ক্যাপশনে তিনি লেখেন, দ্রুত সময়ে চুল ছাঁটতে চান? আর তা ৪৫ সেকেন্ডে হলে কেমন হয়?
এ ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, এটা কীভাবে ভালো হতে পারে। কেউ প্রশংসা করে বলেছে, এটি দারুণ কাজ।
১৩ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৮ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৫ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
৪৮ দিন ২৪ মিনিট আগে
৫৬ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৬০ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে