নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তার জন্ম। সেখানেই বেড়ে ওঠা এবং সঙ্গীতের পথচলা।গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সেটি তার কন্ঠ ও লেখনীর সৃজনশীলতার কাছে প্রতিবন্ধকতার কারণ হয়ে উঠতে পারে নি। ইতোমধ্যে তার দুইটি মৌলিক গান মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে ইউটিউব ও ফেইসবুক সহ আরো কিছু প্লাটফর্মে।
তার প্রকাশিত প্রথম মৌলিক গানের শিরোনাম ' ফিরে আয় ' ।আধুনিক ও হালকা রক গানের সংমিশ্রণে এই গানের সুর ও কন্ঠ দিয়েছেন সেলিম সাইব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন হালের জনপ্রিয় গায়ক ও গীতিকার তন্ময় মাহাবুবুল।গানটি সেলিম সাইব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ।
তার প্রকাশিত দ্বিতীয় মৌলিক গানটির শিরোনাম ' তুই মেয়ে চিনলিনা ( চিনলিনারে চিনলিনা) ' ইউটিউব এবং ফেইসবুকে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।গানটি ইতোমধ্যেই দর্শক প্রিয়তা পেয়েছে।গানটি সব ভিডিও প্ল্যাটফর্ম থেকে এই পর্যন্ত ৫ লাখ ভিউজ অতিক্রম করেছে।এবং বিভিন্ন অডিও প্ল্যাটফর্ম থেকেও ১ লাখের অধিক ভিউজ অতিক্রম করেছে।
তার পরবর্তী গানের কথা জানতে চাইলে তিনি জানান , করোনা মহামারীর কারণে পুরো পৃথিবীই স্বাভাবিক কাজে কিছুটা বিঘ্ন হয়েছে।এবং সব কিছু গুছিয়ে উঠেতে অনেকের এখনো বেগ পেতে হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে তার ইতোমধ্যেই আরো দুই গানের অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই মিউজিক ভিডিও আকারে সেগুলো মুক্তি দেয়া হবে। এর মধ্যে একটি শিরোনাম হচ্ছে 'তোকে ভাবতে গিয়ে' । এই গানটির গীতিকার সেলিম সাইব নিজেই এবং সংগীতায়োজনে থাকছেন তন্ময় মাহাবুবুল। গানটিতে সিনেমার রোমান্টিক ফ্লেবার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
১০ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
২৮ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
৩৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪২ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে