এপারেতে ঠাঁই খুঁজে
ঠাঁই নাহি পাব
বৃথা আশা ফাঁকি দিয়ে
ওপারেতে যাব।
তব কেনো দিশেহারা
ভূমি খুঁজে রোজ
ছুটি হলে জামাটাও
নিবে না তো খোঁজ।
টাকা-কড়ির পিছু ছুটে
উদাসা এ-মন
সবই মেকি এপারেতে
বৃথা এ-জীবন।
আমার নাই ওর আছে
পুড়ি হিংসায়
তৃপ্ত না হয়ে
কাঁদি নিরালায়।
এক হলে দুই চাই
তিন হবে কবে?
আমি ছাড়া এ-পৃথিবীর
সবই পরে রবে।
তব কেনো আরো চাই
মিছে এই ভবে?
আমি ছাড়া এ-ভবে যে
সবই পড়ে রবে।
২০ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৩৫ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৬ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৯ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৬০ দিন ২ মিনিট আগে