নিত্যপণ্যের বাজারে এসে যেন দিশেহারা হয়ে পড়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
সাপ্তাহে আগে এক ডজন ডিমের দাম ছিল ১২০থেকে ১৩০টাকা,এখন এই ডিমের ডজন কিনতে গুনতে হচ্ছে ১৭০থেকে ১৮০টাকায়,প্রতিটি ডিমের দাম পড়েছে ১৫টাকায়,অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষের জন্য বোঝা হয়ে দাড়িয়েছে,চাপে মধ্যবিত্তরা।
ক্রেতারা জানান, প্রতিনিয়ত বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য,একটা ডিম কিনতে ১৫টাকা লাগছে,জিনিস পত্রের দাম বাড়াবে আমাদের চোখ বন্ধ করে কিনতে হবে,মাছের বাজারে সব ধরনের মাছ বাড়তী দামেই বিক্রী হচ্ছে,নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের আমিষের যোগানদাতা পাঙ্গাস মাছের কেজি ১৮০থেকে ২০০টাকা,তেলাফিয়া কেজি ২০০থেকে ২২০টাকা।
চালের বাজারে নতুন করে বাড়েনি দাম, তবে আগের বাড়তী দামেই বিক্রী হচ্ছে চাল,ধরনভেদে চিকন চাল ৭০থেকে ৭৫ টাকা,পাইজাম ৫৫থেকে ৬০টাকা,স্বর্ণা ও আটাশ ৫৫টাকা।
মসুরডাল মোটা ১০০টাকা,চিকনডাল ১৩০থেকে১৪০টাকা,আদা২৪০টাকা,দেশিপেয়াঁজ৮০টাকা,আমদানি করা পেয়াঁজ ৬০টাকা দরে বিক্রি হচ্ছে,বেড়েছে রসুনের দামও।
২ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে