একদিন তোমায় জড়িয়ে ধরে ভাসিয়ে দেব এক জীবনের দুঃখ,
এই যে আমার একলা জীবন,
একা একা থাকা,
আমার বিষন্নতা,
একদিন তোমায় জড়িয়ে ভাসিয়ে দেব চোখের জলে।
দুঃখ হলে জড়িয়ে ধরে কান্না করার মতো
অন্তত একজন মানুষ থাকা চাই,
স্বান্তনা দেবার মত,
আমি আছি বলে ভরসা দেবার মত
হৃদয়ের খুব কাছের মানুষ
নিজস্ব বলতে একজন আপন মানুষ থাকা প্রয়োজন ।
একদিন হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে
উড়িয়ে দেব জমে থাকা সব দীর্ঘশ্বাস,
চোখে চোখ রেখে কাটিয়ে দেব এক জীবনের তৃষ্ণা।
একদিন তোমার চুলের ঘ্রাণে পাগল হবো
কপালে চুমু এঁকে দিয়ে বলবো ভালোবাসি।
একদিন তুমি নেই বলতে কোনো অভাব থাকবে না
থাকবে না,
যদি কেউ একজন থাকতো বলা দীর্ঘশ্বাস।
এই যে একটা বিষন্ন জীবন
বাতাসে উড়ে যাওয়া পলিব্যাগের মতন
তোমাকে পেলে জীবনে এক নতুন ছন্দ খুঁজে পাবে।
সেদিন শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল ফেলে বলে দেব,
এতদিন কোথায় ছিলে।
লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৬ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
২৭ দিন ৩৪ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৪ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে