ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের (শিক্ষা উপমন্ত্রী) নির্দেশনায় ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায়, সোমবার মাগরিব বাদ শহীদ আবদুর রব হল মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে শহীদ আবদুর রব হল ছাত্রলীগ।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইখলাছ উদ্দিন শুভরাজ(সহ-সভাপতি),খালেদ মাসুদ রনি(সহ-সভাপতি)শাহতাব হোসেন প্রদীপ(সহ-সভাপতি), অভি(সহ-সভাপতি),আহসান হাবিব সোপান(যুগ্ম -সাধারণ সম্পাদক), জনি সরদার,শাহরিয়ার সাদিক,গোলাম নাফিউর রশিদ(স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক) ,ইফতেখার ফয়েজ ,সারোয়ার রানা( উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক) মেহেদি হাসান মিলু(তথ্য ও গবেষণা সম্পাদক) প্রমুখ।
৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে