শিয়াল যাবে চুরি করতে
জাকারিয়া আহমেদ
দিনের শেষে সন্ধ্যা হলে শিয়াল বাঁধে ঝাক
রাত্রি হলেই চুরি করবে হুক্কা হুয়া ডাক।
এক এক করে ছুটছে সবে যাবে নদীর ওপার
বানর মাঝি বৈঠা হাতে নৌকা বেয়ে চলছে ঘেঁষে ধার।
শিয়াল নেতা ডেকে বলে," হুক্কা হুয়া! ও বানর মাঝি!
আমাদের তুমি পার করে দাও,ভাড়া দিব আজই।"
বানর মাঝি হলো রাজি,তুললো তাহার খেয়ায়
নদীর মাঝে ঝড় এসেছে ভিজিয়ে দিচ্ছে দেয়ায়।
স্রোতে তাদের নিয়ে গেছে দূরের কোনো বনে
ভয় এখন আসছে ধেয়ে শিয়াল আর বানরের মনে।
পূর্ব দিকে সূর্য উঠেছে হলো না মাংস খাওয়া
রক্ষীরা দেখার আগে লাগবে তাদের রাজ্যে যাওয়া।