বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। তবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ল ভারত। নির্ধারিত সময়ের আগেই চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করে চন্দ্রযান-৩। পৃথিবীর আর কোনও দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুটি এতোদিন অনাবিষ্কৃতই ছিল।
ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো টুইট করেছে জানিয়েছে, বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬ টায় দেশটির চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে। ১৯ মিনিটের অবতরণ প্রক্রিয়া শেষে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখান থেকেই তিনি বিক্রমের অবতরণ প্রত্যক্ষ করছেন। বিজ্ঞানীদের উৎসাহ দিতে ইসরোর সরাসরি সম্প্রচারে যোগ দিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা দেশের চিরদিনের চেতনা হয়ে থেকে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব।
মোদী আরও বলেন, টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।
উল্লেখ্য, গত ১৪ জুলাই দেশটির স্থানীয় সময় দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের দিকে রওনা দেয় চন্দ্রযান-৩। দীর্ঘ ৪০ দিনের যাএা আজ চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩।
এদিকে, ৪৭ বছর পর প্রথমবারের মতো চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। আগামী ২১-২২ আগস্ট যানটির চাঁদে অবতরণ করার কথা থাকলেও একদিন আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে রুশ মহাকাশযান লুনা-২৫।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক লুনা-২৫ মহাকাশযানটি অবতরণের আগে চন্দ্রমণ্ডলের নিম্নস্তরে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে। গত সপ্তাহে সয়ুজ রকেটে করে মহাকাশযানটি পাঠানো হয় ৷ লুনা-২৫ চাঁদের দক্ষিণ গোলার্ধে নেমে পানি নিয়ে অনুসন্ধান চালানোর কথা ছিল৷ চাঁদে ১৫ সেন্টিমিটার নিচ থেকে পাথর সংগ্রহ করার জন্য এতে নানা ধরনের যন্ত্রপাতিও ছিল ৷
রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১৯ আগস্ট) ১১টা ৫৭ মিনিটের দিকে মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পরে যানটি একটি অনিশ্চিত কক্ষে প্রবেশ করে এবং একটা সময় ভূপৃষ্ঠে বিধ্বস্ত হয়। এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করেছে রাশিয়া।
৫ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
৩৩ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৪৩ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৮ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৯ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে