◾সোহানুর রহমান সোহাগ
এই সময়ের মডেল ও অভিনেত্রী মৌ রহমান। মেধা-পরিশ্রম দিয়ে অল্প সময়ের মধ্যেই মিডিয়ায় জায়গা করে নিয়েছেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এ ছাড়া কাজ করেছেন বেশ কয়েকটি নাটকে।
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা ও টেলিভিশনে প্রতিনিয়ত চোখে পড়ে তাকে বিভিন্ন বিজ্ঞাপণের মাধ্যমে।
ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশুনা করা মৌ রহমান শোবিজ অঙ্গনে পা রাখেন আরটিভির লুক অ্যাট মি ম্যাগাজিনের মডেল হিসেবে। এরপর ফ্যাশনে সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ বেশ কিছু নামীদামী প্রতিষ্ঠানের মডেল হয়েছেন তিনি। কোকোলা ক্রিম বিস্কুটের বিজ্ঞাপণচিত্রসহ কয়েকটি টিভিসিতেও তিনি কাজ করেছেন।
ছবি: মডেল মৌ রহমান
সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’, রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’সহ বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তরুণ এই অভিনয় শিল্পী। এছাড়াও কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘চোখ তো সড়ে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ কয়েকটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে অভিনয় করেন তিনি। এখন শুধু চলচ্চিত্রে অভিনয় এর অভিষেকের অপেক্ষা ।
মৌ রহমান জানান, ভালো গল্প হলেই চলচ্চিত্রে অভিনয়ে শীগ্রই দেখা যাবে আমাকে। দর্শকরা আমাকে যেভাবে গ্রহণ করেছেন দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। আশা করি আগামীতে দর্শকদের আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারব।
ছবি: মডেল মৌ রহমান
আজ ২৪ ই সেপ্টেম্বর আলোচিত এই মডেল ও অভিনেত্রীর জন্মদিন। তার জন্মদিনে দেশচিত্রের এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
১৪ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৯ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৪৬ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪৮ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৬ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬০ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে