◾ বিনোদন ডেস্ক
বিদেশি ভাষার সিনেমা বিভাগে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে দেশ মাতানো সিনেমা ‘হাওয়া’। অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ‘প্রতিবারের মতো এবারেও আমরা অস্কারে বিদেশি ভাষার সিনেমা বিভাগে প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করেছিলাম। অনেক ছবিই জমা পড়ে। সেখান থেকে দুটি সিনেমা জমা পড়েছিল। অবশেষে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে। ভালো একটি সিনেমা নিয়েই এবার আমরা প্রতিযোগিতা করতে পারবো বলে প্রত্যাশা করছি।’
ছবিটির পরিচালক মেজবাউর রহমান সুমনও এ বিষয়টি নিশ্চিত করেছেন।
‘হাওয়া’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।
ছবিটি ২৯ জুলাই মুক্তি পেয়েছে দেশে। এরপর তুমুল সাফল্য পায়। দেশ মাতিয়ে ছবিটি উত্তর আমেরিকাতেও বক্স অফিস মাতাচ্ছে।
১৩ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
৩৮ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৫ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৪৮ দিন ২৬ মিনিট আগে
৫৬ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৬০ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে