প্রকৃত পুরুষ নারীর সৌন্দর্যে আটকায় না,
প্রকৃত পুরুষ নারীর সাবলীল ব্যক্তিত্ব ও সুন্দর মনে আটকায়;
প্রকৃত পুরুষ নারীর শরীর দেখে প্রেমে পড়ে না
প্রকৃত পুরুষ নারীর মিষ্টি হাসি, কাজল ভরা চোখ আর বেলিফুলে সাজানো খোপার প্রেমে পড়ে;
প্রকৃত পুরুষ শর্ট ড্রেস পড়া নারীকে দেখে হ*ট বলে না, প্রকৃত পুরুষ শাড়ি পড়া নারীকে দেখে মায়াবিনী বলে;
প্রকৃত পুরুষ অন্ধকার রাস্তায় নারীকে দেখতে পেয়ে লা*ল*সা*র হাত না বাড়িয়ে, দায়িত্বের হাত বাড়ায়;
ঠিক তেমনি...
প্রকৃত নারী পুরুষের অর্থ আর ভালো সামর্থ্যে আটকায় না, প্রকৃত নারী পুরুষের অসাধারণ ব্যক্তিত্ব ও সুন্দর মনে আটকায়;
প্রকৃত নারী পুরুষের সুদর্শন চেহারা কিংবা কোটিপত্তি দেখে প্রেমে পড়ে না, প্রকৃত নারী পুরুষের সম্মান দেওয়ার মনোভাব, ঝড় - ঝাপটা থেকে যত্নে আগলে রাখার সুন্দর প্রচেষ্টার, বিপদে - আপদে ভরসা হয়ে পাশে থাকার বন্ধুত্বপূর্ণ আচরণ, প্রচণ্ড ঝ'গড়ার পরিস্থিতিতেও নিজের ওপরে নিয়ন্ত্রণ না হারানোর সুন্দর মানসিকার প্রেমে পড়ে;
প্রকৃত নারী পুরুষের উচ্চপদস্থতায় কিংবা আয়ের উপর তার সম্মানের মাপকাঠি নির্ধারণ করে দেন না, প্রকৃত নারী, 'পুরুষের সঙ্গিনীকে কেবল নারী হিসাবে না দেখে', নিজের একজন ভালো বন্ধু হিসেবে দেখা ও সুখ - দুঃ'খের কথা বিনিময় করার চমৎকারিত্বে সম্মানের মাপকাঠি নির্ধারণ করে;
প্রকৃত নারী পুরুষের কাছ থেকে শুধুমাত্র মানসিক ভাবে নয়, শারীরিক আ'ঘাত বা লা'ঞ্ছনার থেকেও নিরাপত্তা আশা করেন;
যেসব পুরুষ কোনো অবস্থাতেই নারীদের শারীরিক বা মানসিক ভাবে আ'ঘাত করে না, বরং সব অবস্থাতেই সব রকম লা'ঞ্ছনার হাত থেকে নারীকে রক্ষা করে আগলে রাখে, ভুল করলে আর পাঁচ জনের সামনে ছোট না করে বাড়িতে এসে বুঝিয়ে শুধরে নেয়, সেসব পুরুষ গুলো কেবল প্রকৃত পুরুষই নয় এসব পুরুষ গুলো প্রতিটি নারীর চোখে এক একটি সুপারম্যান।
পার্থক্যটা আসলে নারী ও পুরুষের মধ্যে নয়, পার্থক্যটা
মূলত মানুষের সাথে অ'মা'নু'ষে'র, মানুষ আটকায় বিশ্বাস - ভরসায়, সম্মান - শ্রদ্ধায় ও ভালোবাসায়, অ'মানুষ আটকায় লো'ভ, লা'ল'সা ও প'রশ্রীকাতরতায়।
৬ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
২১ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৭ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৮ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৩৪ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে