◾নাম না জানা মেয়ে ◾
মোঃ আশরাফুজ্জামান শাওন
প্রথম তিমির রাতের মেলায়
ঘনকুয়াশায় চাঁদরে ডাকা ছিল পথ।
মনের কন্ঠের, সেই আগমনী সুরটা, বেতাল বাজছে
বসন্তের কোকিল, সেত গানের রঙ ছড়িয়েছে।
প্রথম অনুভূতি,
তোমার সথে সাক্ষতের মূহুর্ত্যটা অজনার
হা, লেখার অনূভুতিটা, বড়ই উৎকন্ঠার
চেনাজানা সুরের ভিতরে তোমার মুচকি হাসিটা বড় মধুর
মনেহয় এ যনম, কত সময়ের বাঁধন।
হাতে হাত রাখোনি, চোখে চোখ রাখোনি
তবুও অনূভুতির দেওয়ালটা, অবাধ্য মনটা ছুয়ে দেখতে চাই,
বারে বারে প্রশ্নের ছড়াছড়ি,অভিমানি ভাষা।
তোমাকে খুজছিলাম ঐ নীল আকাশের ভেলায়
কাশবন, রঙ্গিন চিলেকোঠায়।
কেন জানি এক টুকরো মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছ।
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম ঐ মেঘের সন্ধানে
সময়ের সাথে সাথে হারিয়ে ফেলেছি তোমার মাঝে।
নতুন অনুভূতির, উচ্ছাসিত ভালবাসায়
দেখা দাও তুমি পাপড়ির ছোঁয়ায় নতুন রং খেলায়
রাঙ্গিয়ে দাও হাতের ছোঁয়ায়,কাজল কাল চোখের ইশারায়,
নাম না জানা মেয়ে
তোমার অপেক্ষায়, আজ ও সন্ধ্যা তারায়..
৮ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে