সংগীত আসলে ঐশ্বরিক ব্যাপার। এই ঐশ্বরিক ব্যাপারটা যে খুব ভালভাবে ধারণ করতে পারে তাঁর প্রতি শ্রোতারা আকৃষ্ট হয়। মধুপুর মহিষমারা গ্রামে জন্ম গ্রহনকারী তরুণ গায়ক ও বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল মিউজিক ডিরেক্টর এস কে সাগর শানের গানের গলা ঐশ্বরিক। ছোট বেলা থেকে তার গানের ভুবনে পদচারণা।তার গান শুনে সাধারণ শ্রোতারা কুমার শানুর সাথে গুলিয়ে ফেলেন।
এস কে সাগর শান বর্তমান প্রজন্মের নতুন ধারার সংগীতে যোগ করে যাচ্ছেন একের পর এক সাফল্য ও ভিন্ন মাত্রা।তিনি পাঞ্জেরি নামক জনপ্রিয় ব্যান্ডের লিড ভোকাল ও প্রতিষ্ঠাতা।সংগীত পরিচালক হিসাবেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখছেন।ইতিমধ্যে তিনি নাটক ও চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত , "ভালোবাসি তোমায়"সিনেমার টাইটেল এবং "খোদা জানে " সিনেমার সুর ও সংগীত পরিচালনা করেছেন।
এস কে সাগর শান গায়ক হিসাবে ২০২২ সালে “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পান।
সম্প্রতি অনুষ্ঠিত "আজওয়া বাবিসাস অ্যাওয়ার্ড ২০২২" এর থিম সং-টি সংগীত পরিচালক ও কন্ঠ দিয়ে ভুয়সি প্রসংশিত হন মধুপুর গর্বিত সন্তান এস কে সাগর শান। এই অনুষ্ঠানে তিনি কাজের স্বীকৃতি হিসাবে প্রতিমন্ত্রী এনামুর রহমানের হাত থেকে সম্মাননা স্বারক লাভ করেন।
তার রিলিজ হওয়া উল্লেখ যোগ্য গানগুলো হলো-"খোকা বাবুর রাজত্ব", "মায়াবী রাত", "রক্ত", "ভাগ্য নেই" ইত্যাদি।
তার ভবিষ্যৎতের পরিকল্পনা চলচ্চিত্রকে সুন্দর ও মার্জিত ভাবধারায় ফিরিয়ে আনা। মানুষের হৃদয় ছুঁয়া কিছু মৌলিক গানের সৃষ্টি করে গানের ভুবনে বেচে থাকা।
মধুপুর মহিষমারা গ্রামের মো: আবদুল কাদের ও শাহিদা পারভীনের (মৃত) দ্বিতীয় পুত্র এস কে সাগর শান তার মোহনীয় কণ্ঠের ছোঁয়ায় একদিন হয়ে উঠবেন সংগীতের বরপুত্র, সুরের জাদুকর এই প্রত্যাশা করে মধুপুরাসী ফেইসবুক গ্রুপ।
১৩ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৩৮ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৫ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৫ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৬০ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে