◾মুহা.আব্দুল্লাহ ইমরান
আল্লাহ তায়ালা বান্দাকে তাঁর নৈকট্য লাভে বিশেষ কিছু সুযোগ দিয়ে থাকেন। যা অন্যান্য দিবসে থাকে না। তার অন্যতম একটি সুযোগ হচ্ছে অতিগুরুত্বপূর্ণ ৭ টি আমল। যা বান্দার গত এক সপ্তাহের গুনাহ সমূহ মুছে ফেলে।
আর তা হলো:
১. জুমু’আর নামাজে যাওয়ার পূর্বে গোসল করা।
২. পূর্ণ রূপে পবিত্রতা অর্জন করা।
৩. নিজ তৈল হতে তৈল ব্যবহার করা।
৪. নিজ ঘর থেকে সুগন্ধি (আতর) ব্যবহার করা।
৫. মসজিদে গিয়ে যেখানে জায়গা পাবে সেখানে বসা। অন্যকে ফাঁকা করে সামনে না যাওয়া।
৬. সুন্নত এবং ফরজ নামাজ সহ নির্ধারিত সকল নামাজ আদায় করা।
৭.ইমামের খুতবাহ দেয়ার সময় চুপ থেকে মনোযোগ দিয়ে খুতবাহ শুনা।
উক্ত সাতটি আমলের বর্ণনা রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বর্ণিত হয়েছে।
عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ، فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى ".
হযরত সালমান ফারসী (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলছেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিন গোসল করে এবং যথাসাধ্য ভালরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অতঃপর বের হয় এবং দু’ জন লোকের মাঝে ফাঁক না করে, অতঃপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুত্বা দেয়ার সময় চুপ থাকে, তা হলে তার সে জুমু’আ হতে আরেক জুমু’আ পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়। (সহিহ বুখারী)
লেখক : মুহা.আব্দুল্লাহ ইমরান
শিক্ষার্থী,
দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা।
ডেমরা, ঢাকা।
৪ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ৫১ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে