দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি আস্থাশীল বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের একটি জরিপের কথা উল্লেখ করেন যেখানে বলা হয়েছে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন।
ওবায়দুল কাদের আরো জানান, ভিসানীতি বা অন্য কোনো কিছুই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন রুখতে পারবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সাভারের আমিন বাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের দাবি করেন, দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রেখেছে। তিনি বলেন, নির্বাচন ছাড়া এদেশের জনগণ আর কিছু চায় না, মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপই বলছে শতকরা ৭০ জন মানুষ নৌকায় ভোট দেবে।
নির্বাচন আয়োজন বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই, এটা সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।
বিএনপির বিষয়ে তিনি আরো বলেন, বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলার নিষ্পত্তি হয়নি। তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না - এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।
‘আওয়ামী লীগ কখনো হত্যার রাজনীতি করে না’ বা ‘বিশ্বাস করে না’ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়াকে একবারও কি কেউ হত্যা করতে গেছে? কারণ আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী না, বিএনপি হত্যার রাজনীতি করে বলেই শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা হয়েছে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি জানান, আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী। দিল্লি আছে, আমেরিকাও আছে, কারো সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নেই।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি মানুষ কষ্টে আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম একটু বেশি, এটা সারা দুনিয়াতেই বেশি। তবে নির্বাচনের আগে তা কমে আসবে।
দেশের জনগণকে শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার রাতের ঘুম হারাম।
৫ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে