◾ ধর্ম ডেস্ক : সৃষ্টির সময় থেকে মানবজাতির সঙ্গে শয়তানের শত্রুতার সূচনা। সে মহান আল্লাহর সামনে মানবজাতিকে সত্য চ্যুত করার অঙ্গীকার করে।
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাকে অভিশাপ করেন এবং সে বলে, আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। আমি তাদের পথভ্রষ্ট করবই।’-সুরা আন নিসা: ১১৮-১১৯
যেহেতু অভিশপ্ত শয়তান মানুষের পেছনে সারাক্ষণ লেগে রয়েছে, এ জন্য বুজুর্গগণ চব্বিশ ঘণ্টা জিকিরের কথা বলে থাকেন। মুখে ও অন্তরে আল্লাহকে স্মরণ করাই জিকির, এক মুহূর্তের জন্যও গাফেল হওয়ার সুযোগ নেই। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত।
তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, শয়তান আদম সন্তানের কলবের বা অন্তরের ওপর জেঁকে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে তখন সরে যায় আর যখন গাফেল বা অমনোযোগী হয় তখন শয়তান তার দিলে ওয়াস্ওয়াসা (কুমন্ত্রণা) দিতে থাকে।-মুসান্নাফ ইবনে আবি শায়বা: ৩৪৭৭৪
আরেক হাদিসে আছে, হজরত আবদুল্লাহ ইবনে বসুর (রা.) বলেন, এক ব্যক্তি বলেন, ইয়া রাসুলুল্লাহ! ইসলামের বিধানাবলি আমার জন্য বেশি হয়ে গিয়েছে। আমাকে এমন একটি আমল বলে দিন, যা আমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকব। তিনি বলেন ‘তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে আর্দ্র থাকে।’-সুনানে তিরমিজি: ৩৩৭৫
৪ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে