ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪২৯ রানের লক্ষ্য পূরণে মাঠে নেমে লড়াই করে হারল শ্রীলঙ্কা। ৪৪.৫ ওভারে ৩২৬ রানে লঙ্কানদের অলআউট করেছে প্রোটিয়ারা। এতে ১০২ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
৪২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানদের শুরুটা ছিল নড়বড়ে। দলীয় এক রানেই সাজঘরে ফিরে যান পাথুম নিশাঙ্কা। তিনে নামা কুশাল মেন্ডিস যেন হাল ছাড়তে নারাজ। রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন শুরুতেই। এরপরই খেললেন অসাধারণ এক ইনিংস। সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে শুরু হয় মেন্ডিসের সংগ্রাম। এই জুটি যোগ করে ৪২ রান। দারুণ খেলতে থাকা মেন্ডিস ফেরেন ৪২ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে। রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
দুই রান পরেই আবার উইকেটের পতন। কোয়েটজের বলে আউট সামারাবিক্রমা। ১১১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। তবে হাল ছাড়তে রাজি ছিল না ৯৬ এর চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে এবার নায়ক চারিথ আসালাঙ্কা। ৮ চার এবং ৪ ছয়ে খেলেছেন ৬৫ বলে ৭৯ রানের ইনিংস। তবে দলীয় ২৩২ রানে আসালাঙ্কা ফিরে গেলে আবারও চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এর এক রান পরেই আউট দুনিথ ভেল্লালাগে। এরপর কাসুন রাজিথাকে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক দাসুন শানাকা। অধিনায়ক হয়ে খেলেছেন অধিনায়কের মতোই ইনিংস। তার ৬৮ রানের ইনিংস কিছুটা হলেও স্বপ্ন দেখাচ্ছিল লঙ্কানদের। তবে কেশব মহারাজের বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কার স্বপ্নটাও শেষ হয়ে যায়। লঙ্কানদের ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৩২৬ রানে।
এরআগে, কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করামের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৪২৮ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। এই তিন সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে সর্বোচ্চ ৪১৭ রান ছিল অস্ট্রেলিয়ার, ২০১৫ সালে পার্থে আফগানিস্তানের বিপক্ষে হয়েছিল সেই রেকর্ড।
অন্যদিকে, মাত্র ৪৯ বলে করেছেন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মার্করাম। এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতরান করেছিলেন এই আইরিশ ব্যাটার।
শনিবার (৭ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান লংকান অধিনায়ক দাসুন শানাকা।
ব্যাটিংয়ে নেমে দ. আফ্রিকার শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১০ ও ব্যক্তিগত ৮ রানে থাকা অধিনায়ক টেম্বা বাভুমাকে এলবির ফাঁদে ফেলেন দিলশান মাদুশঙ্কা। তবে এরপরের গল্পটাটা শুধুই দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় উইকেট জুটিতে ২০৪ রান তোলেন ওপেনার ডি কক ও ভ্যান ডার ডুসেন। ৮৪ বলে ১০০ রান করা ডি কক শেষ পর্যন্ত মাথিশা পাথিরানার বলে আউট হন। তিনি ১২টি চার ও ৩টি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি হাঁকান।
এরপর ১০৩ বলে সেঞ্চুরি করা ডুসেন ১১০ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১০৮ রানে দুনিথ ওয়াল্লালাগের বলে মাঠ ছাড়েন। এটি তার ওয়ানডের পঞ্চম সেঞ্চুরি। তবে বেশ মারমুখী ছিলেন মার্করাম। এই ডানহাতি মাত্র ৪৯ বলে নিজের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১০৬ রানে মাদুশঙ্কার দ্বিতীয় শিকারে পরিণত হন। শেষদিকে মিলার ঝড়ে বিশ্ব রেকর্ড গড়ে প্রোটিয়ারা। তিনি ৩৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩২ রান করেন হেনরিখ ক্লাসেন।
১৯ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৯ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৯ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে