লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপের সমস্যা অনেকেরই রয়েছে। এটাকে হাইপোটেনশনও বলা হয়। উচ্চ রক্তচাপ যেমন শরীরের ক্ষতি করে, ঠিক তেমনিই আবার নিম্ন রক্তচাপও শরীরের জন্য ক্ষতিকর। নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে খাদ্যতালিকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি কিছু করণীয় রয়েছে।
লো প্রেশারের সমস্যা থাকলে খাদ্যতালিকা কেমন হবে, করণীয় কি―সম্প্রতি এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার তারেক আহমেদ চৌধুরী। এবার তাহলে এ বিষয়ে জেনে নেয়া যাক।
লো ব্লাড প্রেশার : ব্লাড প্রেশার হচ্ছে মানবদেহের রক্তচাপ স্বাভাবিক রক্তচাপের থেকে কমে যাওয়া। স্বাভাবিকভাবে মানুষের রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার মার্কারি। কিন্তু মাত্রা ৯০/৬০ মিলিমিটার মার্কারির নিচে নামলে তখন লো প্রেশার হয়।
লক্ষণ ও কারণ : বিভিন্ন কারণেই লো প্রেশারের সমস্যা হতে পারে। অনেকেরই অধিকাংশ সময় রক্তচাপের মাত্রা কম থাকে। হতে পারে তা হরমোনজনিত কারণে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ করেই রক্তচাপ কমে যেতে দেখা যায়। অসুস্থতাজনিত কারণেও এমনটা হওয়া স্বাভাবিক।
অনেকে আছেন ব্যায়াম, শরীরচর্চা, ক্লান্তির কাজ ও খাওয়া-দাওয়া নিয়মিত করেন না। এ ক্ষেত্রেও অনেক সময় লো প্রেশার হয়ে থাকে। তবে সমস্যা দেখা দিলে প্রথমেই কারণ বুঝে উঠার চেষ্টা করতে হবে।
সাধারণত লো প্রেশারের সমস্যা হলে মাথা ঘোরা, মাথাব্যথা, বমিভাব, ক্লান্তভাব ও অজ্ঞান হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর লো প্রেশারের সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে এ থেকে জটিল কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যা যেকোনো বয়সের মানুষের সঙ্গেই হতে পারে।
লো ব্লাড প্রেশার হলে খাদ্যতালিকা : প্রায় সময় যাদের লো প্রেশার থাকে বা শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়ামের কারণে লো প্রেশার হয়ে থাকে, তারা প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনতে পারেন। নতুন কিছু খাদ্য যোগ করে নিয়মিত খাওয়ার মাধ্যমে রক্তচাপের সমস্যা স্বাভাবিক করতে পারেন।
মানবদেহে রক্তচাপ বৃদ্ধিতে ভিটামিন সি, বি ১২, আয়রন ও ফলেট খুবই সহায়ক উপাদান। এসব উপাদানে রয়েছে এমন সব খাদ্য রাখতে হবে খাদ্যতালিকায়। এ ক্ষেত্রে ডিম রাখতে পারেন। ডিম হচ্ছে হাইপোটেনশনের রোগীদের উপযোগী খাদ্য। এটাকে আদর্শ খাদ্যও বলা হয়। ভিটামিন বি ১২ সমৃদ্ধ হওয়ায় ডিম খাওয়ার ফলে রক্তচাপ বাড়ে।
১২ দিন ৫৯ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
২১ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৮ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে