ঢাবির বিজয় একাত্তর হলে আইএইচসি পরিবারের ইফতার বাঘায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুরে মাদকের আসর বন্ধ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগ বগুডার শেরপুর বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার শ্রীমঙ্গলে প্রশাসনের অভিযানে আড়াই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হৃদয়ে নান্দাইল এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বগুড়া আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ৩নং খামারকান্দী ইউনিয়ন নতুন কমিটি গঠন তারেক জিয়ার নির্দেশ মানুষের জন্য কাজ করতে হবে কমলগঞ্জে- মহসিন মিয়া মধু সাত কলেজকে স্বতন্ত্র কাঠামো করার লক্ষ্যে চূড়ান্ত হলো নতুন নাম। বড়লেখা সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ চিলমারীতে "তিন মাস থেকে ফেরি চলাচল বন্ধ" থাকায়, ভোগান্তিতে সাধারণ জনগণ বড়লেখায় ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল বড়লেখায় যুবকল্যান পরিষদের কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল সম্পন্ন সাতক্ষীরার বিএনপি নেতাকে হত্যা,সাবেক এমপি মোস্তফা লুৎফুল্লাহ ও এসপি মঞ্জুরুল কবীর সহ ২২ জনের নামে মামলা পীরগাছায় এমদাদুল উলূম হাফেজি মাদরাসায় ইফতার মাহফিল সাতক্ষীরায় সরুলিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে- সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছে দুর্গন্ধের কারণে, বুল্লাবাজারে যেখানে -সেখানে ময়লা-আবর্জনা।

শিশুর জ্বর : করণীয় ও গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমানে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে, তাই শিশুর যত্নে বাড়তি মনোযোগ ও ভালোবাসা দেওয়া জরুরি। আজ জ্বর নিয়ে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হলো, যা সব শিশুর ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। আশা করি, এখানে প্রয়োজনীয় সব তথ্য পাবেন।

জ্বর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

১| ভাইরাসজনিত জ্বর সাধারণত ৩-৫ দিন স্থায়ী হতে পারে এবং এই সময়ে ১০২-১০৩°F পর্যন্ত জ্বর ওঠানামা করতে পারে। কখনো কখনো ১০১°F-এর নিচে না-ও নামতে পারে। তাই জ্বরের প্রথম বা দ্বিতীয় দিনেই এটি কেন কমছে না, তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।

২|একদিনে জ্বর কমানোর কোনো ওষুধ বা ম্যাজিক চিকিৎসা নেই। ভাইরাসজনিত জ্বরে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়, যদি না কোনো নির্দিষ্ট সংক্রমণ ধরা পড়ে, যা প্রকাশ পেতে ৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

৩|জ্বরের সময় শিশুর খাবারে অরুচি দেখা দিতে পারে, যা স্বাভাবিক। এ অবস্থায় জোর করে খাওয়ানোর দরকার নেই। বরং শিশুকে তরল খাবার যেমন পানি, জাউ, স্যুপ, শরবত বা তার পছন্দের হালকা খাবার খাওয়ানোর চেষ্টা করুন। তবে এমন কিছু দেবেন না যা বমি বা ডায়রিয়া বাড়াতে পারে। দিনে অন্তত ৪ বার প্রস্রাব হচ্ছে কি না, তা নিশ্চিত করুন। যদি একদমই কিছু খেতে না চায়, প্রস্রাব কমে যায়, বারবার বমি হয় বা খিচুনি দেখা দেয়, তাহলে হাসপাতালে নিতে হবে।

৪|হালকা জ্বর (১০০-১০২°F) হলে শরীর মুছে দিন ও ওষুধ দিন। একবার জ্বরের ওষুধ দেওয়ার পর অন্তত ৪-৬ ঘণ্টা বিরতি দিতে হবে। সাপোজিটরি প্রয়োগ করলে অন্তত ৪ ঘণ্টা অপেক্ষা করুন।

৫|উচ্চমাত্রার জ্বর (১০২°F-এর বেশি) হলে বারবার সাপোজিটরি ব্যবহার না করাই ভালো। এটি সাময়িকভাবে জ্বর কমাতে পারে, তবে পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা কম। প্রয়োজনে ৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার সাপোজিটরি না দিয়ে, ৪-৬ ঘণ্টা পর সিরাপ দিতে পারেন।

৬|জ্বরের ওষুধ বেশি মাত্রায় বা ঘন ঘন খাওয়ালে দ্রুত আরোগ্য হবে না। ভাইরাসের প্রকৃতি ও কার্যকারিতার ওপর জ্বরের স্থায়িত্ব নির্ভর করে।

৭|ওষুধের চেয়ে শিশুর সঠিক যত্ন বেশি গুরুত্বপূর্ণ। ঠান্ডা পানিতে ভেজা গামছা দিয়ে শরীর মুছে দিন, গরম ও সহজপাচ্য খাবার খাওয়ানোর চেষ্টা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন। ঘুমের সময় জ্বর থাকলেও শিশুকে জাগিয়ে ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই।

৮|জ্বর ১০০°F বা তার বেশি হলে তবেই ওষুধ দিন। শুধু গায়ে হাত দিয়ে গরম লাগলে, ৯৮-৯৯°F থাকলে বা শীত শীত লাগলে জ্বরের ওষুধ দেওয়ার প্রয়োজন নেই।

৯|শিশুরা সাধারণত বেশি অ্যাসিডিটি অনুভব করে না, তাই প্রয়োজনে খালি পেটে জ্বরের ওষুধ দেওয়া যেতে পারে।

১০| জ্বরের সময় শিশুর হালকা বমি হতে পারে, যা স্বাভাবিক। কিছু জ্বরের ওষুধেও বমি হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনে ওষুধ পরিবর্তন করা যেতে পারে। তবে ওষুধ খাওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে বমি হলে, ১৫-২০ মিনিট পর পুনরায় ওষুধ দিতে হবে।

মো.আজিজুলহক আজিজ।ডিপ্লোমা মেডিসিন সাইন্স(DMS)

আরও খবর